মসজিদ প্রসঙ্গ ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক, পাল্টা আক্রমণ
গতকাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক 0-এর এক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। অভিযোগ, একটি বক্তব্যে তিনি বলেন— “মসজিদ করতে হলে রাজনীতি ছেড়ে করুন।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
এই প্রসঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির তরফে কড়া ভাষায় পাল্টা বক্তব্য রাখা হয়। তিনি বলেন, যদি ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণকে রাজনীতির বাইরে রাখার কথা বলা হয়, তবে সেই একই নীতি সবার ক্ষেত্রে প্রযোজ্য হওয়া উচিত। তাঁর দাবি, সাহস থাকলে আগে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে একই প্রশ্নের মুখে দাঁড় করাতে হবে।
বক্তব্যে সরাসরি উল্লেখ করা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 1 মুখ্যমন্ত্রীর আসনে বসে জনগণের ট্যাক্সের অর্থে একের পর এক মন্দির নির্মাণ করছেন—এমন অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠছে। সেই ক্ষেত্রে যদি তা অপরাধ না হয়, তবে মুসলিম সমাজের মানুষের দানের অর্থে মসজিদ নির্মাণকে কেন অপরাধ হিসেবে দেখা হবে, সেই প্রশ্ন তোলা হয়।
তিনি আরও বলেন, জনগণের করের টাকা ব্যবহার করে ধর্মীয় স্থাপনা নির্মাণ যদি বৈধ ও গ্রহণযোগ্য হয়, তবে সংখ্যালঘু সমাজের নিজস্ব অনুদানে উপাসনালয় গড়ে তোলার অধিকার নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অন্যায়। এই দ্বিচারিতাই শাসক দলের মানসিকতার পরিচয় বলে মন্তব্য করা হয়।
বক্তব্যে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিম-বিরোধী মনোভাবের অভিযোগও তোলা হয়েছে। দাবি করা হয়, এই ধরনের মন্তব্য থেকেই স্পষ্ট হয় সংখ্যালঘু সমাজের প্রতি দলের প্রকৃত দৃষ্টিভঙ্গি।
শেষে কড়া রাজনৈতিক বার্তা দিয়ে বলা হয়, আগামী দিনে বাংলার মুসলিম সমাজ এই সব বক্তব্য ও নীতির উপযুক্ত জবাব দেবে। গণতান্ত্রিক পথে সেই জবাব দেওয়া হবে বলেও জানানো হয়।
বিউরো রিপোর্ট — আজকের মিডিয়া

Comments
Post a Comment