যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ — তৃণমূল ভবনে কড়া বার্তা

যতই করো হামলা, আবার জিতবে বাংলা’ — তৃণমূল ভবনে কড়া বার্তা


‘যতই করো হামলা, আবার জিতবে বাংলা’

কলকাতার তৃণমূল ভবনে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি স্পষ্ট ভাষায় বলেন, নারী-বিরোধী, বাংলা-বিরোধী এবং দেশ-বিরোধী রাজনীতির বিরুদ্ধে লড়াই আরও জোরদার হবে এবং বাংলার পুণ্যভূমি থেকে বিজেপিকে উৎখাত করাই লক্ষ্য।

তিনি অভিযোগ করেন, বিজেপির অঙ্গুলিহেলনে জাতীয় নির্বাচন কমিশনের অপরিকল্পিত ‘এসআইআর’ চালু হওয়ার ফলে বাংলার সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন। এই প্রক্রিয়ার মাধ্যমে সংবিধানপ্রদত্ত নাগরিক অধিকার খর্ব করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয়।

সাংবাদিক বৈঠকে জানানো হয়, বাংলার একজন বৈধ নাগরিকেরও অধিকার যাতে ক্ষুণ্ণ না হয়, সে বিষয়ে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর। গণতন্ত্রের নামে একনায়কতন্ত্র কায়েমের চেষ্টা, ধর্মনিরপেক্ষতার মুখোশের আড়ালে ধর্মীয় বিভাজন সৃষ্টি এবং ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বাংলার উন্নয়ন ব্যাহত করার অভিযোগ তোলা হয় বিজেপির বিরুদ্ধে।

এছাড়াও বক্তব্যে উঠে আসে বাঙালিদের উপর অত্যাচার ও দমননীতির প্রসঙ্গ। বক্তার দাবি, বিজেপির এই অপশাসন আজ বাংলার মানুষের কাছে সম্পূর্ণভাবে স্পষ্ট হয়ে উঠেছে।

আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এদিন দৃঢ় বার্তা দেওয়া হয়—বাংলা-বিরোধী শক্তিকে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রাজ্যের মানুষ। সব হামলা ও চক্রান্ত সত্ত্বেও বাংলার জয় নিশ্চিত বলেই আত্মবিশ্বাস প্রকাশ করা হয়।

বক্তব্যের শেষে উঠে আসে দলীয় স্লোগান—“জয় বাংলা! জয় তৃণমূল!”

বিউরো রিপোর্ট — আজকের মিডিয়া

হোম রাজ্য দেশ ভাইরাল