পরিযায়ী শ্রমিক জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির
গত কয়েক দিন আগে উড়িষ্যায় দুষ্কৃতীদের হামলায় মুর্শিদাবাদ জেলার সুতি এলাকার পরিযায়ী শ্রমিক জুয়েল রানার অকাল মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার পর আজ তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করেন হুমায়ুন কবির এবং সাধ্য মতো পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
হুমায়ুন কবির বলেন, জুয়েল রানার এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক। তাঁর প্রয়াণে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন—আল্লাহ যেন জুয়েল রানাকে জান্নাত নসিব করেন (আমিন)।
পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় শোকাহত সদস্যদের সান্ত্বনা দিয়ে হুমায়ুন কবির বলেন, এই ধরনের ঘটনা পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়। জীবিকার তাগিদে ভিন রাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।
তিনি রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে আবেদন জানান, দেশের সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি পরিযায়ী শ্রমিকদের উপর যারা অত্যাচার চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। জুয়েল রানার পরিবারের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে হুমায়ুন কবির জানান, ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত এই দাবি অব্যাহত থাকবে।
— হুমায়ুন কবির
বিউরো রিপোর্ট — আজকের মিডিয়া
