কোরআন অবমাননা মানছি না!’ ৩ থানায় মামলা, গ্রেপ্তারের দাবিতে সরব আইএসএফ
পশ্চিমবঙ্গের হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননাকর মন্তব্যের অভিযোগে কোচবিহার জেলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (আইএসএফ)-এর পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়েছে। মঙ্গলবার কোচবিহার জেলার তুফানগঞ্জ, শীতলকুচি ও সিতাই—এই তিনটি থানায় পৃথক পৃথকভাবে মামলা দায়ের করা হয়।
আইএসএফ সূত্রে জানা গেছে, নাটাবাড়ি বিধানসভার অবজারভার এনামুল হকের নেতৃত্বে তুফানগঞ্জ থানায় এফআইআর দায়ের করা হয়। একই সঙ্গে শীতলকুচি থানায় শীতলকুচি বিধানসভার অবজারভার ফারুক আব্দুল্লাহর নেতৃত্বে অভিযোগ জমা পড়ে।
এছাড়াও সিতাই বিধানসভার অবজারভার আব্দুল মাতিনের নেতৃত্বে সিতাই থানায় পৃথক একটি এফআইআর দায়ের করা হয়েছে। তিনটি থানাতেই একই অভিযোগে মামলা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
মামলাকারীদের অভিযোগ, বিজেপি বিধায়ক অসীম সরকার যেভাবে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন, তা ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মনিরপেক্ষতার নীতির চরম লঙ্ঘন। এই ধরনের বক্তব্য সামাজিক সম্প্রীতির পরিপন্থী এবং আইনত দণ্ডনীয় অপরাধ বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আইএসএফ-এর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ভারতীয় আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে অবিলম্বে অভিযুক্ত বিধায়ককে গ্রেফতার করতে হবে এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বিউরো রিপোর্ট — Ajker Media



Comments
Post a Comment