বহিরাগত শক্তির সামনে বাংলা কোনদিন বশ্যতা স্বীকার করেনি, আর করবেও না—এই স্পষ্ট বার্তাই উঠে এল তৃণমূল কংগ্রেসের এক ভার্চুয়াল বৈঠক থেকে। এদিন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ও দলীয় পদাধিকারীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে উপস্থিত থেকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ও আগামী লড়াই নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হয়।
বৈঠকে বিজেপি এবং তাদের ‘বি-টিম’-এর বিরুদ্ধে কড়া অভিযোগ তুলে বলা হয়, জাতীয় নির্বাচন কমিশনের ‘এসআইআর’ প্রক্রিয়াকে ব্যবহার করে বাংলার প্রকৃত ভোটারদের ভোটাধিকার কেড়ে নেওয়ার গভীর চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্র কোনওভাবেই সফল হতে দেওয়া হবে না বলেও স্পষ্ট জানানো হয়।
বক্তব্যে দৃঢ়তার সঙ্গে জানানো হয়, বাংলার সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করবে। গণতান্ত্রিক অধিকার রক্ষাই এই লড়াইয়ের মূল লক্ষ্য বলে উল্লেখ করা হয়।
একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধার্থে এবং ভোটাধিকার রক্ষার কাজে যাঁরা অহোরাত্র নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে চলেছেন, তাঁদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কুর্নিশ জানানো হয়।
বক্তারা বলেন, বিজেপি অতীতেও পরিকল্পিতভাবে বাংলার মানুষকে স্তব্ধ করতে পারেনি এবং ভবিষ্যতেও তা পারবে না। বাংলার কৃষ্টি, সংস্কৃতি ও স্বাতন্ত্র্য রক্ষার প্রশ্নে কোনও আপস করা হবে না বলেও সাফ জানানো হয়।
বক্তব্যের শেষে কড়া রাজনৈতিক বার্তা দিয়ে বলা হয়, বাংলা-বিরোধী শক্তিকে এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া হবে না।
বিউরো রিপোর্ট — আজকের মিডিয়া

Comments
Post a Comment