আনএডেড মাদ্রাসার শিক্ষকদের ডেপুটেশনে পুলিশি গ্রেপ্তার, উঠল নির্যাতনের অভিযোগ
আনএডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা তাঁদের বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে ডেপুটেশন দিতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই ডেপুটেশন কর্মসূচির মাঝপথেই পুলিশ তাঁদের আটক করে লালবাজারে নিয়ে যায়।
শিক্ষক সংগঠনের সূত্র অনুযায়ী, প্রায় ১৫০ থেকে ২০০ জন শিক্ষক-শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। দাবি করা হয়েছে, ধরপাকড় চলাকালীন একাধিক শিক্ষকের উপর শারীরিক নির্যাতন করা হয় এবং শিক্ষিকারাও পুলিশের আচরণের শিকার হন।
অভিযোগে আরও বলা হয়েছে, এক শিক্ষিকার পেটে অত্যন্ত জোরে লাথি মারা হয়, যার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমাজে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শিক্ষক সংগঠনগুলির পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, অবিলম্বে সমস্ত আনএডেড মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। পাশাপাশি অভিযুক্ত পুলিশকর্মীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়েছে।
সংগঠনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি দ্রুত এই দাবি মানা না হয়, তবে গণতান্ত্রিক ও আইনসম্মত পথে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে। রাজ্যে শিক্ষক সমাজের উপর পুলিশের আচরণ নিয়ে এই ঘটনায় নতুন করে প্রশ্ন উঠেছে।
বিউরো রিপোর্ট — আজকের মিডিয়া

Comments
Post a Comment