পবিত্র কুরআন অবমাননার অভিযোগকে কেন্দ্র করে কোচবিহারের পাতলা খাওয়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকারের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমে প্রতিবাদে শামিল হন। ‘পাতলা খাওয়া প্রতিবাদী নাগরিক মঞ্চ’-এর ডাকে আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচি অল্প সময়ের মধ্যেই এক বিশাল জনসমাবেশে রূপ নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল প্রায় ৩টা নাগাদ পাতলা খাওয়া এলাকায় প্রতিবাদ মিছিলের সূচনা হয়। বিভিন্ন এলাকা থেকে মানুষ দলে দলে এসে মিছিলে যোগ দেন। অংশগ্রহণকারীদের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যায় বলে দাবি করা হয়েছে।
মিছিলটি প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করে পাতলা খাওয়া হাই স্কুল ময়দানে এসে পৌঁছায়। সেখানে একটি অবস্থান বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। গোটা এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হলেও বিক্ষোভ ছিল সম্পূর্ণ সংগঠিত ও ধারাবাহিক।
বিক্ষোভকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড, ফেস্টুন এবং লাগাতার স্লোগানে পাতলা খাওয়া এলাকা কার্যত প্রকম্পিত হয়ে ওঠে। প্রতিবাদ মিছিল ও সভা থেকে একাধিক দাবি স্পষ্টভাবে উঠে আসে।
বিক্ষোভকারীদের চারটি প্রধান দাবি ও স্লোগান ছিল— প্রথমত, পবিত্র কুরআন অবমাননার দায়ে বিধায়ক অসীম সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দ্বিতীয়ত, ধর্মীয় ভাবাবেগে আঘাত ও কুরআন অবমাননা আর কোনওভাবেই সহ্য করা হবে না। তৃতীয়ত, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগে অসীম সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। চতুর্থত, অসীম সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানিয়ে বিক্ষোভস্থল জুড়ে ‘আল কুরআন জিন্দাবাদ’ ধ্বনি ওঠে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এই ধরনের মন্তব্য সমাজে বিভেদ সৃষ্টি করে এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মারাত্মক হুমকি। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ না নেওয়া হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেওয়া হয়।

Comments
Post a Comment