হরিনঘাটার BJP বিধায়ক অসীম সরকারের ধর্মীয় অবমাননার বিরুদ্ধে মামলা দায়ের

হরিনঘাটার BJP বিধায়ক অসীম সরকারের ধর্মীয় অবমাননার বিরুদ্ধে মামলা দায়ের
Ajker Media

অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে সরব নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ (নিপ্রম)

হরিনঘাটার BJP বিধায়ক শ্রী অসীম সরকার পবিত্র আল্ কোরআন সম্পর্কে যেভাবে আপত্তিজনক ও অবমাননাকর মন্তব্য করেছেন, তা ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় নিরপেক্ষতার চরম লঙ্ঘন বলে মনে করে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ (নিপ্রম)।

উক্ত মন্তব্য ধর্মীয় অনুভূতিতে গুরুতর আঘাত হেনেছে এবং সমাজে বিভেদ ও অশান্তি ছড়িয়ে পড়ার সম্ভাবনা সৃষ্টি করেছে। একজন জনপ্রতিনিধির এহেন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য মারাত্মক হুমকি স্বরূপ।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় কমিটির নির্দেশে সঙ্গঠনের কোচবিহার ও জলপাইগুড়ি জেলা কমিটি পৃথক পৃথক থানায় মামলা দায়ের করে। কোচবিহার জেলায় কোতোয়ালি থানায় এবং জলপাইগুড়ি জেলায় মালবাজার থানা ও ক্রান্তি ব্লকের ফাঁড়ি থানায় এই অভিযোগ দায়ের করা হয়।

নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়, ধর্মীয় অবমাননার মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে অভিযুক্ত BJP বিধায়ক অসীম সরকারকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় সংগঠন গণতান্ত্রিক ও আইনসম্মত আন্দোলন আরও তীব্র করবে।

এদিন উপস্থিত ছিলেন নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কোচবিহার জেলা কমিটির সভাপতি রাহুল হোসেন, সদস্য সম্রাট হক, শাহীন খান, আশরাফুল খন্দকার, আশিক মিঞা প্রমুখ।

জলপাইগুড়ি জেলায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা মাজিদুল হক, মালবাজার মহাকুমা সভাপতি হাফিজ ফিরোজ আলম, এছাড়াও হাফেজ আলমগীর আলম, ইমতিয়াজ মিঞা সহ সংগঠনের বহু নেতা-কর্মী।

হোম রাজ্য দেশ ভাইরাল